Dada Aami - Zarra Singh
আগে মানুষ মানুষকে
ভালোবাসতো
এখন মানুষ মানুষের,
রাগ রে
ভাবছি এসব বসে ,
এলাম কোন দেশে
দাদা আমি ফেঁসে গেছি,
এই জংশনে এসে
দাদা আমি ফেঁসে গেছি,
এই জংশনে এসে
আগে মানুষ মানুষকে
ভালবাসত
এখন অভিশাপ রে
ভালবাসার আশা করা টাই
জলন্ত অভিশাপ রে
দাদা আমি ফেঁসে গেছি
এই জংশনে এসে
দাদা আমি ফেঁসে গেছি
এই জংশনে এসে
জংশনে যত ঠেলাঠেলি
যাবে কে আগে
একের পরে দুই গোনাটা
মানুষ গেছে ভুলে
দাদা আমি ফেঁসে গেছি
এই জংশনে এসে
নিজের কাজ ছেড়ে এখন
সবার দেখছি বসে বসে
দাদা আমি ফেঁসে গেছি
এই জংশনে এসে
আগে মানুষ মানুষকে
ভালোবাসতো
এখন মানুষ মানুষের রাগ রে
এই ভুবনে মানুষ হাওয়াই
মানব জীবনের পাপ রে
দাদা আমি ফেঁসে গেছি
এই জংশনে এসে
দাদা আমি ফেঁসে গেছি
এই জংশনে এসে
প্রেমের আলো জ্বলে ছিল
যখন বিদ্যুৎ ছিল না
এখন আছে আলোই ,আলো
বেড়েছে মনের ছলনা
এর মনেতে ওর মনেতে
ও, মানুষ, এটা ভুলো না
পাপের ঘরেই, সাপ যে আসে
তার দংশন ভুলো না
মানব হয়ে, দানব সেজে,
রয়েছো আসনে বসে
দাও ছেড়ে এসব এখন
ভগবান দেখছে বসে বসে
দাদা আমি ফেঁসে গেছি
এই জংশনে এসে
দাদা আমি ফেঁসে গেছি
এই জংশনে এসে
এই জংশনে এসে
এই জংশনে এসে
(End)
Dada Aami Lyrics in English
Agey manush manushke bhalobasto,
Ekhon manush manusher raag re,
Bhabchhi eshob boshe,
Elam kon deshe,
Dada ami phese gechi,
Ei jongsone eshe.
Dada ami phese gechi,
Ei jongsone eshe.
Agey manush manushke bhalobasto,
Ekhon obhishap re,
Bhalobashar asha kora tai,
Jolonto obhishap re,
Dada ami phese gechi,
Ei jongsone eshe.
Jongshone joto thelatheli,
Jabe ke agey,
Eker pore dui gonata,
Manush geche bhule.
Nijer kaaj chhere ekhon,
Sobai dekchhi boshe boshe,
Dada ami phese gechi,
Ei jongsone eshe.
Agey manush manushke bhalobasto,
Ekhon manush manusher raag re,
Ei bhubone manush hawai,
Manob jiboner paap re.
Premer alo jole chhilo,
Jokhon biddut chhilo na,
Ekhon achhe aloi, alo,
Berechhe moner chholona.
Er monete, or monete,
O manush, eta bhulo na,
Paaper ghorei, shaap je ashe,
Tar donshon bhulo na.
Manob hoye, danob seje,
Royecho ashone boshe,
Dao chhere eshob ekhon,
Bhagoban dekhche boshe boshe,
Dada ami phese gechi,
Ei jongsone eshe.
Ei jongsone eshe,
Ei jongsone eshe.
(END)
Song Description
This song poignantly reflects the decline of human values and the increasing indifference in modern society. It begins with nostalgia for a time when humans loved and cared for each other, contrasting it with the present, where anger and selfishness dominate. The lyrics lament the chaos of societal "junctions" where people push and shove to get ahead.