Hori namer shathe Song Lyrics in Bangla - Zarra Singh
কৃষ্ণ মনেতে নাম লিখেছে
তাই কপালে তিলক কেটেছে
সেইটি তিলকেই কৃষ্ণ বসে
আমার মন কেড়েছে
এই মনের ভাব বলছে
চল রে ওরি সাথে
কৃষ্ণ সাগর পার করতে
হরি নামের সাথে
মন সাগরের আনন্দ
সে তো কৃষ্ণ দেবেই রে
হরি নামে ই মহানন্দ
হৃদয় পাবে রে
মন হরি হরি ই বল
প্রাণের আনন্দে
কৃষ্ণা পথেই চল
থাকতে সানন্দে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
দাও প্রভু এই মনেতে
তোমার নাম ভরে ভরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
যতই আসুক বিঘ্ন বিপদ
রেখো প্রভু হাতটি ধরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
দাও প্রভু এই মনেতে
তোমার নাম ভরে ভরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
যতই আসুক বিঘ্ন বিপদ
রেখো প্রভু হাতটি ধরে
কৃষ্ণ মনেতে নাম লিখেছে
তাই কপালে তিলক কেটেছে
সেইটি তিলকেই কৃষ্ণ বসে
আমার মন কেড়েছে
এই মনের ভাব বলছে
চল রে ওরি সাথে
কৃষ্ণ সাগর পার করতে
হরি নামের সাথে
কন্ঠ মালা জাগিয়ে রেখো
আমার সত্য পথ
সেই পথেতেই চলতে থাকুক
আমার কৃষ্ণ রথ
অনেক বাকের মধ্যে যেন
থাকে মনের সোজা লেখা
সেই পথেই চলতে চলতে
হবে কৃষ্ণা সনে দেখা
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
দাও প্রভু এই মনেতে
তোমার নাম ভরে ভরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
যতই আসুক বিঘ্ন বিপদ
রেখো প্রভু হাতটি ধরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
(End)
Hori Namer Shathe Song Lyrics in English
Krishna monete naam likhechhe
Tai kapale tilak ketechhe
Seiti tilakei Krishna bose
Amar mon kedechhe
Ei moner bhab bolchhe
Chol re ori sathe
Krishna sagar par korte
Hari namer sathe
Mon sagorer anondo
Se to Krishna deve re
Hari name-i mahanondo
Hridoy pabe re
Mon Hari Hari-i bol
Praner anonde
Krishna pathei chol
Thakte sanonde
Kontho mala jagiye rekho
Amar satya path
Sei pathete cholte thakuk
Amar Krishna rath
Anek bak-er modhye jeno
Thake moner soja lekha
Sei pathei cholte cholte
Hobe Krishna sone dekha
Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Dao Prabhu ei monete
Tomar naam bhore bhore
Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Jotoi asuk bighno bipod
Rekho Prabhu hat-ti dhore
(End)
Song Description
This enchanting Bengali devotional song is a heartfelt offering to Lord Krishna. Each verse radiates pure devotion, blending the melody with the essence of spirituality. The chorus resonates with the divine, describing Krishna's presence etched in the devotee's heart. The powerful chant of "Hare Krishna" brings serenity and joy, uplifting anyone who listens.
The song's verses take you on a spiritual journey, crossing the ocean of life with Hari's name, illuminating the path to divine bliss. Let this song be your companion in devotion, filling your heart with peace and connecting you to Krishna's eternal grace.