Ekti Prosno Ache - Zarra Singh
একটি প্রশ্ন আছে
দেবে কে ?
সে নিজেই জানে না
নিজের মনকে
আমার মনের দরদ
সে বুঝবে না
সে নিজেই জানে না
নিজের মনকে
ভালোবাসা করতে হয়,
করেই ছিল
হয়তো ছাড়তে হয়
ছেড়েই দিল
কোনো ছাদের কার্নিশের
ধারে রেখে চলে গেলো
প্রশ্নের পাহাড় আছে
একটি যদি পাই
জেনে নেবো কোন দোষে
সামনে যদি পাই
এমন আফসোসে
বল না তুই এসে
কেনই বা এসেছিলিস
তুই ভালোবেসে
সে বুঝলো না
আমার মনকে
একটি প্রশ্ন আছে
দেবে কে?
আমার মনের দরদ
সে বুঝবে না
সে নিজেই জানে না
নিজের মনকে
আতশবাজির মত
একটু আগুন
আনন্দ দিতে চায়
তাই দিলো
দূর আকাশে উড়িয়ে
ফাটিয়ে চলে গেল
তার মনের ধারা
সাগর চায় না
থেমে থাকে কোনো
এক ডোবায়
সে নিজেই জানে না
মন কেন
এলোমেলো
তার মন কি চায়
প্রশ্নের পাহাড় আছে
একটি যদি পাই
জেনে নেবো কোন দোষে
সামনে যদি পাই
এমন আফসোসে
বল না তুই এসে
কেনই বা এসেছিলিস
তুই ভালোবেসে
সে দেখলো না
নিজের মনকে
একটি প্রশ্ন আছে
দেবে কে?
Ekti Prosno Ache (English)
About Song
This song is a heartfelt expression of unfulfilled love and lingering questions. It reflects the pain of being left behind by someone who couldn't understand their own feelings or the depth of the love they received.
The lyrics convey the emotions of the protagonist, who is burdened with unanswered questions and a deep sense of loss. They question why the person came into their life, why they loved, and ultimately, why they left. The recurring metaphor of fireworks illustrates the fleeting nature of the joy the person brought—momentary and dazzling, but quickly gone, leaving emptiness in its wake.
The song also portrays the struggle of the other person, who seems lost within their own emotions, unable to comprehend their desires or connect with their heart. This creates a sense of unresolved tension, as the protagonist seeks answers that may never come.
Through its poetic verses, the song resonates with anyone who has experienced the bittersweet reality of love—its beauty, its transience, and the ache it leaves behind.
Song Description
"Ekti Proshno Ache" is a soulful and poignant piece that delves into the depths of love, loss, and unanswered questions. The lyrics beautifully capture the emotions of a heart left longing for closure after a love that was as fleeting as fireworks.
The song explores the pain of unreciprocated understanding, as the protagonist struggles to find meaning in the departure of someone who couldn’t comprehend their own feelings. Through its evocative imagery and heartfelt verses, the song resonates with the universal experience of yearning, regret, and the search for answers in love’s aftermath.
A perfect blend of emotional depth and lyrical artistry, Ekti Proshno Ache speaks to the soul, leaving listeners reflecting on their own stories of love and heartbreak.