Rupe mojhechi - Zarra Singh
তোমায় দেখতে এসে প্রেমে মজেছি
এমন রূপের বাহার তোমার
তোমার রূপে মজেছি
কলকাতার ছেলে আমি, তুমি কল্যানীর
আমার মনে চালিয়ে দিলে ভালোবাসার তীর
তোমায় প্রেম করেছি
তোমায় প্রেম করেছি
তোমায় দেখতে এসে প্রেমে মজেছি
এমন রূপের বাহার তোমার
তোমার রূপে মজেছি
দেনা পাওনায় ঝুঁকি আছে
তাই, না দেবো, না নেবো
তোমার বাবার থেকে
তোমার হাত চেয়ে নেবো
সঙ্গে নিও নিজের কাপড়
কিছু সাজের প্রসাধন
ভালোবাসায় মনের মাঝে
থাকেনা, প্রলোভন
কলকাতার ছেলে আমি, তুমি কল্যানীর
আমার বুকে চালিয়ে দিলে ভালোবাসার তীর
তোমায় প্রেম করেছি
তোমায় প্রেম করেছি
তোমায় দেখতে এসে প্রেমে মজেছি
এমন রূপের বাহার তোমার
তোমার রূপে মজেছি
বিয়ের পর আমার বাসা
তোমার হয়ে যাবে
সেই বাসাতে ভালোবাসা
শুধু রয়ে যাবে
তুমি এসো কলকাতায়
থেকো কলকাতায়
হৃদয় ভরিয়ে রেখে দেবো
শুধু ভালোবাসায়
কলকাতার ছেলে আমি, তুমি কল্যানীর
আমার বুকে চালিয়ে দিলে ভালোবাসার তীর
তোমায় প্রেম করেছি
তোমায় প্রেম করেছি
তোমায় দেখতে এসে প্রেমে মজেছি
এমন রূপের বাহার তোমার
তোমার রূপে মজেছি
(End)
Rupe mojhechi - Zarra Singh
(END)
Song Meaning
This romantic Bengali song beautifully captures the emotions of love at first sight. The singer, a young man from Kolkata, is mesmerized by the beauty of his beloved from Kalyani. Her charm strikes his heart like an arrow of love, leaving him completely enchanted.
He expresses his deep feelings and promises a love free from material expectations. Instead of seeking wealth or dowry, he only wishes to hold her hand and build a future together. He invites her to Kolkata, assuring her of a home filled with love and happiness.
With heartfelt lyrics and a soothing melody, this song is a celebration of pure love, commitment, and the dream of a life together.
About Song
This soulful Bengali romantic song tells the story of love at first sight. The lyrics beautifully express the emotions of a young man from Kolkata who falls in love with a girl from Kalyani. Captivated by her beauty and charm, he confesses his love and dreams of a future together. Unlike conventional relationships based on materialistic demands, his love is pure and unconditional. He promises to create a life filled with happiness, love, and commitment, inviting her to start a new journey in Kolkata.
With heartfelt words and a melodious tune, this song captures the essence of true love and devotion, making it a perfect anthem for romance and togetherness.
Song Description
This melodious Bengali romantic song beautifully captures the essence of love at first sight. The lyrics tell the story of a young man from Kolkata who becomes enchanted by a girl from Kalyani. Struck by her beauty, he expresses his deep feelings and affection, promising a love that is pure and free from material expectations. Instead of wealth or dowry, he only seeks her companionship and dreams of building a future filled with happiness.
With its heartfelt lyrics, soothing melody, and emotional depth, this song is a perfect blend of romance and devotion. It resonates with anyone who believes in the magic of true love and the joy of finding a soulmate.