Bangla Bolte Dilo Na - Zarra Singh
কারণ বোঝে না
কারণ জ্ঞানের প্রেরণা
প্রেমী জীবন বয়ে চলে যায়
যেখানে প্রেম সাগর আছে
সেই সাগরে ডুব দিয়েছে
যেখানে অথৈ মুক্ত আছে
আমার মনের প্রেমের কথা
আমায় বোলতে দেবে না
সে তো হয় না
কারণ চেতনা
সে বারণ শোনে না
আমায় বাংলা বলতে দিলো না
আমাদের আত্মার কথাওই আমেরিকা
জনসমুদ্র ঢেউয়ের মাঝে
পড়ে গিয়েছিলাম একা
কি বিচক্ষণ আমেরিকা
কি বিচক্ষণ আমেরিকা
জীবের প্রেমে ভেবেছিলাম
হয়ে যাবো একা
এতো বিশাল জনসমুদ্রে
খাইনি ভ্যাবাচ্যাকা
আমি বিশ্ব দেখেছি
তাই সত্য চিনেছি
বোঝাপড়ার খেলায়
আত্মজ্ঞান খুঁজেছি
যা দিয়েছে জগৎ
আমি তাই নিয়েছি
সত্য পথের সন্ধানে
যা দিয়েছে জগৎ
আমি তাই নিয়েছি
সত্য পথের সন্ধানে
এগিয়ে চলেছি
ভিন্ন দেশের ঘাটের জলে
আমি আত্মা ধুয়েছি
আত্মবোধ থেকেই আমি
নব বিশ্বাস পেয়েছি
আমি বাঙালি
তাই, হৃদয়ের ভাষা বুঝি
ভেবে বলি
শান্ত মনে চিত্ত নিয়ে চলি
জীবনের দর্শনে
আর জিবের প্রেমে
প্রেমের বাণী বলি
আমার মনের প্রেমের কথা
আমায় বোলতে দেবে না
সে তো হয় না
কারণ চেতনা
সে বারণ শোনে না
আমায় বাংলা বলতে দিলো না
আমাদের আত্মার কথা
ওই আমেরিকা
জনসমুদ্র ঢেউয়ের মাঝে
পড়ে গিয়েছিলাম একা
কি বিচক্ষণ আমেরিকা
কি বিচক্ষণ আমেরিকা
Bangla Bolte Dilo Na - Zarra Singh
Karan bojhe na
Song Meaning
This song expresses deep emotions about identity, cultural conflict, and the struggle to maintain one's roots while navigating a foreign land. The lyrics reflect the journey of a Bengali individual experiencing life in America, highlighting themes of displacement, self-discovery, and the loss of linguistic and cultural freedom.
Key Themes & Interpretation:
-
Cultural Identity & Language Struggle:
-
The song speaks about the inability to express oneself freely in their native language (Bangla) while living in America.
-
It suggests a feeling of restriction or suppression of cultural identity in a foreign land.
-
-
Loneliness & Displacement:
-
The "jonosomudro dheur majhe pore giyechilam eka" (lost in the crowd, feeling alone) signifies the emotional isolation felt in an unfamiliar environment.
-
Despite being surrounded by people, the singer feels disconnected from their roots.
-
-
Search for Truth & Self-Discovery:
-
The lyrics talk about witnessing the world and realizing deeper truths.
-
The singer reflects on their journey of understanding life beyond material aspects, seeking inner wisdom.
-
-
Irony of America’s Perception:
-
The phrase "Ki bichokkhon America" (How wise America is!) could be sarcastic. It may imply how America boasts of its values like freedom, but ironically, individuals may still feel constrained in expressing their true identity.
-
-
Embracing Bengali Heritage:
-
The song ends with the reaffirmation that despite challenges, the singer embraces their Bengali heritage and the love for their language and culture.
-
Overall Message:
The song is a reflection on cultural displacement, the challenges of assimilation, and the emotional turmoil of being caught between two worlds. It conveys a longing for home, language, and authenticity while questioning the societal norms that make immigrants feel lost or unheard.