Bhalo Lage Na - Zarra Singh
[Intro]
একটি পাতায় আছে
যাতে লেখা শেষ কথা
তোর দেওয়া আবিরের ছটা
আর লেখা আছে
শেষ কথা
[Varus]
করে দিলি শেষ দোলের মজাটা
আর করবি না তুই দেখা
খোলামেলা কথাগুলো
রয়ে গেল ঢাকা
তোর দেওয়া এই পাতায়
তোর শেষ কথা
তুই তোর রঙে ,নিজেকে রাঙিয়ে নিয়েছিস
এতদিনে হয়তো
ভুলেছিস আমায়, ভোলার মতো
দিয়েছিস কষ্ট যতো
[Brize]
যা করেছিস, নিজের মতো,
হবে এরকম,
মন যদি আগে জানতো?
করেছিস বে-মালুম।
[Build-up Chorus]
তাই, আর রং লাগে না মনে
বসন্ত সেটা জানে
রং ছাড়া ভালোবাসার
কি আছে মানে?
সবই তোর দেওয়া
আমার পাওয়া
তাই, ভালো লাগে না
এই ব্যথা ভরা প্রাণে।
[Varus]
এই রঙের ভোরে, উঠেছে যে জেগে
মনের প্রেম জীবন্ত
মোন ভেঙে আছে, প্রেমের আবেগে
ভালোবাসা ক্লান্ত।
[Brize]
প্রেম ভুলেছিস, নিজের মতো,
প্রেমের রকম-বকম
মোন যদি আগে জানতো
তুই করবি এরকম।
[Build-up Chorus]
তাই, আর রং লাগে না মনে
বসন্ত সেটা জানে
রং ছাড়া ভালোবাসার
কি আছে মানে?
সবই তোর দেওয়া
আমার পাওয়া
তাই, ভালো লাগে না
এই ব্যথা ভরা প্রাণে।
[Varus]
ভরা ফাগুনেও জ্যৈষ্ঠের হাওয়া
মোন জ্বালায়, আর তাপায়
চরমতরো, এই বেদনা জানে
কি জ্বালা? ভালোবাসায়।
এই রঙের ভোরে, উঠেছে যে জেগে
মনের প্রেম জীবন্ত
কিন্তু,,,
মন ভেঙে আছে, প্রেমের আবেগে
ভালোবাসা ক্লান্ত।
(End)
Bhalo Lage Na - Zarra Singh
(End)
Song Meaning
This song beautifully captures the emotions of heartbreak, loss, and fading love, using the metaphor of Holi, the festival of colors. It tells the story of someone who has been left behind by their beloved, reminiscing about the past joys and the pain of separation.
The lyrics reflect how love once brought happiness and vibrant colors into life, but now, those same colors feel meaningless. The singer expresses sorrow over unspoken words, unanswered questions, and the deep emotional wounds left behind.
Despite the arrival of spring and celebrations, the heart remains heavy, as love has turned into pain and longing. The song conveys the idea that true love cannot fade like colors, and yet, the beloved has moved on, leaving behind a soul filled with sadness.
Ultimately, this song is a heartfelt expression of lost love, emotional pain, and the realization that some memories never fade, no matter how much time passes.