Koto Din Pore - Zarra Singh
কতোদিন পরে আবার
তোমায় দেখলাম
প্রেমের এই প্রীতিতে
আবার হাসলাম
রেখেছো আগের মতো
আমার প্রেম ধরে
তোমায় নিয়ে আমার প্রেম
থাকবে চিরতরে
বাতাসের মিষ্টতা আজ
আরো শীতল করে
তোমার কথা গুলো
নিলো আপন করে
মনে হয় এমন কথাই
আজ চলুক অবিরাম
আমি শুনি, তুমি বলো
পাক মোন পরিণাম
কতোদিন পরে আবার
তোমায় দেখলাম
প্রেমের এই প্রীতিতে
আবার হাসলাম
আবার সেই সন্ধ্যাটা
এলো ফিরে
যেটা দাঁড়িয়ে ছিলো
তুমি আসবে বলে
আরো কাছাকাছি
ও তোমায় আজ
আমার কাছে এনেছে
মনে হয় আমার পৃথিবী
আমায় ভালোবেসেছে
তোমার হৃদয় আমার হৃদয়
একই কথা বলছে অবিরাম
তোমায় ভালোবাসি
ভালোবাসবো
ভালোবেসেছিলাম
কতোদিন পরে আবার
তোমায় দেখলাম
প্রেমের এই প্রীতিতে
আবার হাসলাম
[End]
Koto Din Pore - Zarra Singh
Keto Din Pore Abar
Song Meaning
This song expresses the deep emotions of reunion and love. The lyrics capture the joy and nostalgia of meeting a loved one after a long time. The singer reflects on how their love has remained unchanged, just like before.
As they see their beloved again, the world feels sweeter, and every word spoken becomes precious. The song portrays the warmth of love, where the heart recognizes the same old feelings and embraces them wholeheartedly.
The evening that once waited for their meeting has returned, bringing them closer. The lyrics suggest that their love is timeless—something they cherished in the past, continue to hold in the present, and will treasure forever.
It is a song of love, longing, and the happiness of finding each other again, proving that true love never fades.