Charaner seba lagi - Zarra Singh
আলো আমার আলো
বাবা ভক্তির সাথে
চরক পূজার আবাহনে
ভাসি ভক্তির সাথে
নীল পূজার আশীর্বাদে
ভক্তি সুর বাজে
উল্লাসেতে মেতে সবাই
শিব নামের মাঝে
বাবা তারকনাথের
চরণের সেবা লাগি
আমার প্রেম আজ
বাবার অনুরাগি
তারক নাথের
বাবা তারকনাথের
চরণের সেবা লাগি
চৈত্রের গাজনে ভক্তের মনে
আজ বসেছেন বাবা
বাবার ভান্ডার থেকে
ভক্তের পাওয়া
বাবা তারকনাথের
চরণের সেবা লাগি
বাবা তারকনাথের
চরণের সেবা লাগি
ধর্ম আমার কর্ম আমার
ভক্তি পথে চলে
চৈত্রের এই, সুপ্রভাতে
আলো আমার মনে
চরক মেলার ঢাকের তালে
মন নেচে যায়
শিবের গীত নীল পূজার
গাথা সবাই গায়
বাবা তারকনাথের
চরণের সেবা লাগি
আমার প্রেম আজ
বাবার অনুরাগি
তারক নাথের
বাবা তারকনাথের
চরণের সেবা লাগি
বাবা তারকনাথের
চরণের সেবা লাগি
বাবা তারকনাথের
চরণের সেবা লাগি
Charaner seba lagi - Zarra Singh
Aalo amar aalo