Emon kachakachi - Zarra Singh
এমন কাছাকাছি
আমরা এসে গেছি
দ্বীপান্তরের মাঠ পেরিয়ে
কাছে এসে গেছি
স্বপ্ন মাঝে গেলাম ভেসে
হেসে নিলাম স্বপ্ন দেখে
স্বপ্ন এমন আপন হলো
তুমি এলে স্বপ্ন ভেঙে
এমন কাছাকাছি
এমন কাছাকাছি
ভেবেছিলাম এ জীবনে
পূর্ণ হবে নাকি?
স্বপ্নকে তুমি ভাঙতে পারো
বাস্তবেতে আসতে পারো
এসেও গেছ এই জীবনে
আমার কাছাকাছি
এমন কাছাকাছি
এমন কাছাকাছি
এই সাগরের ঝিনুক নিলাম
দিলাম লিখে তোমার নাম
প্রেম প্রীতির ভালোবাসাতে
উজ্জল পরিনাম
মনের মাঝে লিখে দিলে
হাতটি আমার ধরে
চলছি মোরা দুজন হেঁটে
শুধুই পাশাপাশি
এমন কাছাকাছি
এমন কাছাকাছি
এমন কাছাকাছি
এমন কাছাকাছি
Emon kachakachi - Zarra Singh
Emon kachakachi
Amra eshe gechi
Dweepantorer math periye
Kache eshe gechi
Swapno majhe gelam bheshe
Hese nilam swapno dekhe
Swapno emon apon holo
Tumi ele swapno bhenge
Emon kachakachi
Emon kachakachi
Bhebechhilam e jibone
Purno hobe naki?
Swapno ke tumi bhangte paro
Bastobete aste paro
Eseo gechho ei jibone
Amar kachakachi
Emon kachakachi
Emon kachakachi
Ei shagorer jhinuk nilam
Dilam likhe tomar naam
Prem preeti'r bhalobasate
Ujjol porinam
Moner majhe likhe dile
Hat ti amar dhore
Cholchi mora dujon hente
Shudhu'i pasapashi
Emon kachakachi
Emon kachakachi
Emon kachakachi
Emon kachakachi